রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'আমরা যা চেয়েছি কোর্টে চেয়েছি। অবিলম্বে অর্থ ফেরত সহ যে কমিটি মমতা ব্যানার্জী বানিয়েছেন, সেই কমিটির উপর কারও আস্থা নেই। যুবকদের ইমোশনকে ভেঙেছে, উল্টে দর্শকদের গ্রেফতার করেছে। দু'জন দর্শক গ্রেফতার হয়েছে। খুবই অনফরচুনেট। বাকিটা কোর্টের বিচীরাধীন।'