Mamata Banerjee On Water ELectricity Resourse: নবান্নের বৈঠকে জল এবং বিদ্যুৎ অপব্যবহার নিয়ে কী মন্তব্য মুখ্যমন্ত্রীর? বললেন, 'আমি যখন রাস্তা দিয়ে যাই, কোনও লাইট খারাপ থাকলে ফোন করি.. ঘণ্টার পর ঘণ্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে। ভাবছে টাকা দেওয়ার জন্য সরকার বসে আছে। টাকাটা তো জনগণের টাকা বুঝতে হবে। কলের জল পড়ে যাচ্ছে তো পড়েই যাচ্ছে। কিছু লোকের স্বভাব আছে, ঢাকনা করলে, ঢাকনা খুলেও বিক্রি করে দেয়।' ABP Ananda LIVE