'আবাস থেকে স্বাস্থ্য, সব টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের রং গেরুয়া করে দিতে বলছে কেন্দ্র। কে কী খাবে, কে কী পরবে সেটাও ঠিক করে দিচ্ছে বিজেপি।' সুকনার কাছে সব বাড়ি গেরুয়া করছে বলে তোপ মমতার।