যুবভারতীকাণ্ডে তোলপাড়ের মধ্যেই মুখ্যমন্ত্রীর মুখে 'দুষ্টু-মিষ্টি ওষুধ'। 'আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে, আমি দুষ্টু-মিষ্টি মেডিসিন দিই'। 'দুষ্টু-মিষ্টি মেডিসিন দিয়ে ঠিক করে দিই বা সমস্যা সমাধানের চেষ্টা করি'। নেতাজি ইন্ডোরে গতকাল ব্যবসায়ী সম্মেলনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর।