শিল্প সম্মেলনে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি। এখন গান্ধীজির নাম সেখানে নেই। আমার লজ্জা লাগছে। জাতির জনকের নামে যে প্রকল্প ছিল, তা বদলেছে। তাতে তাঁর নাম নেই। এই দেশে থাকি। আমার লজ্জিত বোধ হচ্ছে। ১০০ দিনের প্রকল্পে আমরা জাতির জনকের নাম ভুলে যাচ্ছি? আমরা যে কর্মশ্রী প্রকল্প চাল করেছি, এই প্রকল্পের নাম বদলে হবে মহাত্মা গান্ধীর নামে। সেখানে আমরা ৭৫-১০০ দিনের কাজ দিই। যদি আপনারা মহাত্মা গান্ধীজিকে সম্মান দিতে না পারেন, তা হলে আমরা দেব। আমরা জানি কীভাবে মহাত্মাজিকে সম্মান দিতে হয়। নেতাজি, রবীন্দ্রনাথ, নজরুল, বাবাসাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল, লাল বাল পাল, রাজেন্দ্র প্রসাদ প্রত্যেককে আমরা সম্মান দিই। আমরা প্রতিটি সমাজের মানুষকে ভালবাসি। প্রতিটি ফ্রিডম ফাইটারকে আমরা ভালবাসি।'