কৃষ্ণনগরে সভায় গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি বলেন, 'এসআইআর করো, আর যাই করো বাংলা থেকে মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি। বাংলার কাউকে আমরা তাড়াতে দেব না। এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে, এদের ধারেকাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনও কাজ নেই। তাঁর দু'চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর, দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি, একচোখে তাঁর দুর্যোধন, একচোখে তাঁর দুঃশাসন। তিনি বলে দেন এদের সব বাংলাদেশি বলে পাঠিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে পাঠিয়ে দাও।'