পরশু 'ইন্ডিয়া' জোটের বৈঠকে (I.N.D.I.A alliance meeting) তৃণমূলের যাওয়া নিয়ে ধোঁয়াশা । মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) এদিন বলেন, 'এখনও পর্যন্ত আমার কাছে কোনও তথ্য নেই, কেউ আমাকে ফোনে বলেনি। কেউ আমাকে জানায়নি। আমার তো প্রোগাম ঠিক করা আছে। ৬ তারিখ থেকে ১২ তারিখ আমি উত্তরবঙ্গে (North Bengal) থাকব। কিন্তু আমি যদি জানতাম তাহলে সেইভাবে প্রোগাম করতাম না।'