'যে রাজনীতিতে ধর্মের জায়গা রাজনীতিতে জাত সম্প্রদায়কে রেখে মানুষে মানুষে বিভেদের জায়গা কে অতিক্রম করে মানুষকে ঐক্যবদ্ধ করা এবং তার সাথেই রুটি রুজির প্রশ্নগুলো ফলত একটি অন্য পরিস্থিতিতে এই যাত্রা কিন্তু যাত্রার যে আমাদের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাতে আমরা এটাই বুঝতে পেরেছি লাল পতাকা চিরকাল অমলিন থেকেছে মানুষের রুটি রুজির স্বার্থে এবং মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে নেতৃত্ব দিতে।' বাংলা বাঁচাও যাত্রা থেকে বললেন মীনাক্ষী।