যান্ত্রিক ত্রুটিতে ছুটির দিন মেট্রো-ভোগান্তি। টালিগঞ্জ স্টেশনের কাছে আটকে গেল রেক। দক্ষিণেশ্বরগামী রেক টালিগঞ্জ স্টেশনের সামনে আসতেই বিপত্তি। ময়দান থেকে ব্রিজি পর্যন্ত প্রায় দেড়ঘণ্টা ব্যাহত রইল পরিষেবা। ছুটির দিনে বেড়াতে বেরনো মানুষের তুমুল ভোগান্তি। বিদ্যুৎহীন মেট্রোর ভিতর দমবন্ধকর পরিস্থিতি আটকে থাকতে হয় ভিড়ঠাসা ট্রেনের যাত্রীদের।