বাসন্তী হাইওয়েতে বুধবার শাহজাহান-মামলার অন্যতম সাক্ষী ভোলা সাহার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। যার জেরে প্রাণ হারান ভোলা সাহার ছোট ছেলে ও গাড়ির চালক। এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভোলার পরিবার। শাহজাহান এটা করিয়েছেন। এমনটা বলেছেন শুভেন্দু অধিকারী। আর এই দুর্ঘটনা প্রসঙ্গে শেখ শাহজাহানের কার্যত ছায়া বলে যিনি পরিচিত, সেই মোসলেম শেখ বললেন, 'সম্পূর্ণ মিথ্যে কথা। এটা আমার মনে হয়, কোনও রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ওকে দিয়ে বলাচ্ছে। ওর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভাল। আমাকে দাদু দাদু বলে ডাকে। জানতে চায়, আমি কেমন আছি। ওকে জানাই আমি ভাল আছি। কিন্তু ও আজ যেটা বলছে তাতে বিস্ময় লাগছে। ভেবেচিন্তে বলা উচিত। এই ঘটনা নিয়ে আদতে আমি কিছুই জানি না। সম্পূর্ণ মিথ্য কথা।'