৪ ঘণ্টায় ভোলবদল, পদ ছেড়েও প্রত্যাহার কামালের (Kamal Hossain)! এরপরেই আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন,' হয়তো অনেকটা পরে তাঁর বিবেকে দংশন হয়েছে।অনেক আগে দংশন হওয়া দরকার ছিল। কামাল সাহেব এতদিন পরে যে বুঝতে পারছেন, তৃণমূল কংগ্রেসের ভিতরে কী আছে, আর প্রকাশ্যে কী আছে, সেটা বুঝতে পারছেন। ঠিক হাতির দাঁতের মতো !'