নওশাদ সিদ্দিকি বলেন, 'আমরা এখানে প্রোগ্রাম করছি, সেটা বানচাল করার জন্য চেষ্টা করেছে। পারেনি। পরবর্তীতে ওখান থেকে আমাদের একজন ডোনারকে নিয়ে আসছিল। এমনকি একটা ১৪ বছরের ছেলেকে বারবার মারধর করেছে। সে ওর পরিবারের লোকের সঙ্গে আসছিল। বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচার কোথায় গিয়েছে। এক ইউনিট ব্লাড দিলে, ৪টে মানুষের জীবন বাঁচে।'