'অভিষেক বাবু সমাধানের দায়িত্ব নিয়েছিলেন...তার পরেও বলব... এখনও যে শিক্ষকরা রাস্তায় বসে রয়েছেন সেট আমাদের দুর্ভাগ্য...তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এই সমস্যার সমাধান হয়ে গেলে বিষয়টিকে স্বাগত জানাব,' বললেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী।