স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার কোচবিহারে তৃণমূলের ব্লক সভাপতি। গতকাল সন্ধেয় শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় সজল সরকারকে। স্বর্ণ ব্যবসায়ী খুনে সরাসরি যোগ রয়েছে সজলের, দাবি পুলিশের। ইতিমধ্যে গ্রেফতার হওয়া ২ জনকে জেরা করে মিলেছে সজলের নাম। আজ বিধাননগর আদালতে তোলা হবে অভিযুক্ত সজলকে। ধৃত সজলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল খুনে নাম জড়ানো রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মণের, খবর সূত্রের।