সিপিএমের আমলে বালি পৌরসভার সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিয়ারের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার উদাহরণ টানলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)। ২৪ কোটি টাকা উদ্ধার হয়েছিল। চেয়ারম্যান এত কোটি কোটি টাকা হয়েছিল, পৌরপ্রধান জানতে পারেনি।' এরপরেই তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে সারদা, নারদা কোনও অভিযোগই প্রমাণিত হয়নি।'