নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে গতকাল বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী (TMC Councilor Debraj Chakraborty)এর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই (CBI)। এদিন দেবরাজ বলেন, কালকে আমার বাড়ি থেকে দুটি অ্য়াডমিট কার্ড.., কোনও মিসলেনিয়ার্স মানুষ, সে এসে হয়ত দিয়েছিল, সেটা হয়তো থেকে গিয়েছে। সেটার সঙ্গে নিয়োগ দুর্নীতি, আদৌ তাঁর চাকরি হয়েছে কিনা, তা তদন্ত সাপেক্ষ। আমি কালকেও বলেছিলাম যে, নিয়োগের সঙ্গে যুক্ত কোনও রেলিভেন্ট ডকুমেন্ট আমার বাড়ি থেকে উদ্ধার হয়নি। আমি আজও তাই বলছি। অন্য কোনও একজনের রেকোমেন্ট করা লেটার যার হেলথ ইস্যু ছিল।.. কিন্তু সেটার সঙ্গে নিয়োগ কিংবা বদলি.., আমার যদি এটা ভূল হয় যে, কারও ব্যাপারে রেকোমেন্ট করা, একজন অসুস্থ মানুষ যাতে নিজের বাড়ির কাছে থাকতে পারে, যদি সেটা ভূল হয, আমি এই ভূল আবার করব।'