রাজ্য়ে ফের ইডির তল্লাশি। পাটনার একটি ব্য়াঙ্ক প্রতারণার মামলায় সাত সকালে অ্য়াকশনে কেন্দ্রীয় এজেন্সি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সল্টলেক ও রাজারহাটে দুটি বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারীদের। রাজারহাটে ভাটিন্ডা এলাকায় এক হোটেল ব্য়বসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। সল্টলেকের মহিষবাথানে সংস্থার ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ব্য়াঙ্ক প্রতারণায় অভিযুক্ত ব্য়বসায়ীর পুরী, ভুবনেশ্বর ও দার্জিলিংয়ে একাধিক হোটেল রয়েছে।