এবার শেখ শাহজাহানকে তলবের ভাবনা আদালতের, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন হাইকোর্টে প্রধান বিচারপতি। কুণাল ঘোষ বললেন,'শেখ শাহজাহান মূল অভিযুক্ত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ শুনেছি। নিশ্চয়ভাবে আদালত কিছু করতে পারে। প্রশাসনও নিশ্চয় ধরার চেষ্টা করছেন..'