North Bengal Weather: ভারী বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্যোগের জেরে দার্জিলিঙের সব পর্যটনকেন্দ্র বন্ধ । টাইগার হিল, রক গার্ডেন-সহ সব পর্যটনস্থল বন্ধ করল প্রশাসন । ধস, খারাপ রাস্তার জেরে বিজ্ঞপ্তি জারি জিটিএ-র। ভারী বৃষ্টি, ধসের জের।বন্ধ দার্জিলিঙের সব পর্যটন কেন্দ্র। পর্যটকদের হোটেলে থাকতে আর্জি পুলিশ সুপারের।