North Bengal Incident: চ্যাংমারির পর নাগরাকাটা, সামনে এল জলপাইগুড়ির আরও একটি চা বাগানের ছবি । পাহাড়ি নদীর জলের তোড়ে ভেঙে গেছে দেওয়াল । জল ঢুকে ৫ হাজার বস্তা চা পুরোপুরি নষ্ট হয়ে গেছে । নাগরাকাটা চা বাগানের পাশেই লোহার সেতু জলের তোড়ে ভেঙে গেছে । চা বাগানগুলির ক্ষতি অনেক।