North Bengal News: প্রকৃতির রুদ্র রোষে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক চা বাগান । তলিয়ে গেছে কালচিনির সুভাষিণী চা বাগান সংলগ্ন প্রায় ৫০০ মিটার বাঁধ । তোর্সার রুদ্রমূর্তিতে তলিয়ে গেছে চা বাগান সংলগ্ন এলাকা । নদী গর্ভে তলিয়ে গেছে চা বাগানের বিস্তীর্ণ এলাকা । ভুটান পাহাড়ের থেকে বয়ে আসা জল ভাসিয়ে দিয়েছে বাগানের একাংশ । ডলোমাইট এবং পলি মিশ্রিত জল প্রায় ৯০ হেক্টর চা বাগান নষ্ট করেছে । উপড়ে পড়েছে হাজার হাজার গাছ । নদীর জলোচ্ছ্বাসের জেরে শুরু হয়েছে ভাঙন । অনবরত একের পর এক জমি, গাছ তলিয়ে যাচ্ছে নদীগর্ভে । ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা, আশঙ্কা বাগান কর্তৃপক্ষের । মাটিতে ডলোমাইট মিশে যাওয়ায় এলাকায় আর কখনই চাষ হবে না, আশঙ্কা বাগান কর্তৃপক্ষের।