North Bengal News: উত্তরবঙ্গে বন্যার পর এখনও বানভাসি বামনডাঙা গ্রাম। হয় ট্রাক্টর, নয়তো নৌকোয় চলছে পারাবার। ত্রাণ নিয়ে নদীর উপর দিয়ে ট্রাক্টরে নিয়ে ওপারে চেপে যাচ্ছেন অসংখ্য মানুষ। দলমত নির্বিশেষে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মানুষ।