North Benga Setuation: উত্তরবঙ্গের বিপর্যয়ে বিপন্ন বন্যপ্রাণ। জলে ভেসে গেল গন্ডার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জলমগ্ন জলপাইগুড়ির ধূপগুড়ি। একাধিক জায়গায় জলবন্দি পরিস্থিতি। শিলিগুড়ি সংলগ্ন ১ নম্বর ডাকগ্রামে পোড়াঝাড় গ্রামে আজ ভোরে মহানন্দা নদীতে হরপা বান। বাঁধ ভেঙে ২০০ টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ। ঘরছাড়া বহু মানুষ। স্থানীয় স্কুলে আশ্রয় ঘরছাড়াদের। দুর্যোগের জেরে দার্জিলিঙের টাইগার হিল, রক গার্ডেন-সহ সব পর্যটনস্থল বন্ধ করার কথা জানিয়েছে প্রশাসন। ধস, খারাপ রাস্তার জেরে বিজ্ঞপ্তি জারি করেছে জিটিএ।