বড়বাজারের কাছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির পুজোর বয়স ৮৪ বছর। থিমের নাম, ঋতুমতী। মহিলাদের ঋতুস্রাব নিয়ে কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দিতেই এই বিষয় নির্বাচন। ভিন্ন ভাবনায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি।