পিএম বিশ্বকর্মা প্রকল্প নিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর। 'এই নতুন প্রকল্প নিয়ে তৎপর হওয়া উচিত ছিল রাজ্য সরকারের'। 'কিন্তু আজকের অনুষ্ঠানে রাজ্যের কোনও প্রতিনিধিই নেই'। 'নিজেদের কর্তব্য পালন করছে না রাজ্য সরকার'।'আমজনতার কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া উচিত রাজ্যের'। 'প্রকল্পের খরচ বহন করবে কেন্দ্র, রাজ্যকে কোনও খরচ করতে হবে না'। 'রাজ্য সরকার না চাইলেও আমজনতা এই প্রকল্পের সুবিধা পাবে'। কলকাতায় পিএম বিশ্বকর্মা প্রকল্পের সূচনা অনুষ্ঠানে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংহের।