খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিশ! গ্রেফতার ৩। বিধাননগরে চুরির মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত। ট্যাংরায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা। ইট, রড, টিউবলাইট নিয়ে পুলিশকে তাড়া করে মার। ট্যাংরায় আহত হয়েছেন মোট ৭ পুলিশকর্মী, গ্রেফতার ৩। ধৃতদের নাম শাহিল খান, এসকে শাহিল ও মহম্মদ জিলানি।