৫৮ বছরে পা দিল বেহালা নূতন দলের পুজো। এবারের থিম, তুষ্টি। একটা ফুচকার মধ্যে প্রতিমার অধিষ্ঠান। মুখরোচক খাবারে যে সন্তুষ্টি, তাকেই তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। অভিনব উপাদানে সেরা এবিপি আনন্দ শারদ সম্মানের শিরোপা জিতে নিল বেহালা নূতন দল।