প্রণয় রায় (Pranay Roy) বলেছেন, ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence), কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বলেছিল যে, এখানে শাসকের আইন চলে, আইনের শাসক চলে না। এবং এখানে যে শাসকের আইন চলে, সেটা আমরা দেখেছিলাম, শিলাদত্তকে যখন গ্রেফতার করা হল।' তিনি আরও বলেন, আমরা যারা পশ্চিমবঙ্গে রাজনীতি করছি, সবাই জানি যে, আমাদের যে কোনও সময় জেলে যেতে হতে পারে।'