ABP Ananda: পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের, পরিকাঠামোর উন্নয়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন ইন্টার্নরা। এর জেরে সোমবার বিকেল থেকে ব্যাহত চিকিৎসা পরিষেবা। এই মেডিক্যাল কলেজের পুরুলিয়া ক্যাম্পাস এবং হাতোয়াড়া ক্যাম্পাসে বিভিন্ন বিভাগে ভাগ করা রয়েছে। আন্দোলনকারী ইন্টার্নদের অভিযোগ, এই কারণে প্রতিদিন দুই ক্যাম্পাসে পড়াশোনা এবং চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। এই কারণেই পুরুলিয়া শহরের ক্যাম্পাস থেকে চিকিৎসার সমস্ত বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে সরানোর দাবি তুলেছেন তাঁরা। অধ্যক্ষ এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ইন্টার্নদের বৈঠকেও সমস্যার সমাধান হয়নি। এরপরই কর্মবিরতির পথে হাঁটেন তাঁরা।কর্মবিরতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ।