Purulia News: পুরুলিয়া শহরে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার। পুরুলিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের গোশালায় সকালে মহিলার দেহ উদ্ধার। একটি প্রাইমারি স্কুলের পাশে ঘেরা জায়গায় দেহ পড়ে থাকতে দেখা যায়। তদন্তে নেমেছে পুলিশ। বিসর্জনের পথে মর্মান্তিক মৃত্যু মহিলার। ট্রলির চাকার পিষ্ট হয়ে মৃত্যু মহিলার। কলকাতার বালিগঞ্জ প্লেসের আদি বালক সঙ্ঘের প্রতিমা বিসর্জনের পথে দুর্ঘটনা। প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বাবুঘাটে। বাবুঘাটে যাওয়ার পথে শরৎ বোস রোডে দুর্ঘটনা। শরৎ বোস রোডে ট্রলি থেকে পড়ে চাকায় পিষ্ট মহিলা। মৃতের নাম রেণুকা সরকার, বাড়ি বালিগঞ্জ প্লেসে।