বছর পেরোলেই লোকসভা নির্বাচন (Lok Sabha ELection 2023)। আর ভোটের আগে শাসকদলের একের পর এক হেভিওয়েট নেতা-মন্ত্রী গ্রেফতার। এই ইস্যুতেই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন বন মনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) । আমি তো বলতে পারি যে, এদের জামানায় যে ১১৮ জন সিবিআই তদন্তের মুখোমুখি হয়েছেন, তৃণমূল তার মধ্যে সর্বাধিক। ৩০ জনের বিরুদ্ধে চলছে সিবিআই এজেন্সি হানা (CBI Raid)।'