শতরূপ ঘোষকে (Shatarup Ghosh) বামেদের আমলের কথা মনে করিয়ে তীব্র আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তিনি বলেন, 'আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) , বাম জামানার মতো নন, বিজেপির (BJP) মতো দানবিক নন। মমতা বন্দ্যোপাধ্যায় বদলার রাজনীতি চান না।' বিজেপি , বামেদের বদলার রাজনীতি অনুসরণ করছে, অভিযোগ রাজীবের।