বামদের আমলে নৃশংস বদলার কথা শতরূপ ঘোষকে (Shatarup Ghosh) মনে করিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন বন মনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। ১৯৯৩ এবং ১৯৯৫ সালের কথা টানলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) উপরে 'হামলা' তথা 'সরাসরি প্রাণনাশের চেষ্টার' অভিযোগ তুললেন তিনি। রাজীবের কথায়, 'একাধিকবার মমতার বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করা হয়েছিল, বদলা তো দেখিয়ে দিয়েছেন আপনারাই। আপনারই চেষ্টা করেছিলেন বিরোধী নেত্রী শুধু নয়, বিরোধী দলটাই না থাকে।'