সামগ্রিক বিষয়টার মধ্যেই একটা পরিকল্পনা রয়েছে। যে উদ্যোক্তাই হোক না কেন সরকার তো কখনও তাঁর দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারেন না। তাই আমরা তো সরকারকেই বলব। কী পরিকল্পনা ছিল তাঁদের? এই উদ্যোক্তাদের সঙ্গে কী শর্ত ছিল?' বললনে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী।