Bikash Ranjan Bhattacharya attacks CP and CM: বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, পুলিশ একটা কার্নিভ্যালকে প্রশয় দেবে, আর জনগণের কানিভ্যালকে আটকে দেবে, এটা সংবিধানসম্মত নয়।' গতকাল ফেসবুকে পোস্ট করে বলেন, 'আদালতের একটি আদেশের পরিকল্পিত অপব্যাখ্যা করার স্পর্ধা। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পর্ধা দেখাচ্ছেন পুলিশ কমিশনার। পুলিশ কমিশনারের আদেশ বেআইনি। বেআইনি আদেশের মান্যতা বাধ্যতামূলক নয়। ABP Ananda