Tapobrato Roy on Hunger Strike ON RG Kar: 'শিরদাঁড়া বিক্রি নেই..', মুক্তির পর মুখ খুললেন চিকিৎসক তপোব্রত রায় । প্রতীকী অনশনকারী চিকিৎসক তপোব্রত রায় নিজের টি শার্ট দেখিয়ে বলেন, আমার গেঞ্জিতে লেখা রয়েছে, শিরদাঁড়া বিক্রি নেই। এটা আমি ব্যক্তিগতভাবে পরেছি।অফিসে ড্রেস কোড কিছু নেই। সেই হিসাবে আমার ইচ্ছে হয়েছে আমি পরেছি।'ত্রিধারায় স্লোগানকাণ্ডে গ্রেফতার নিয়ে, দুদিন আগেই আদালতে মুখ পুড়েছে কলকাতা পুলিশের। এই আবহে, অভিযোগ উঠল, 'প্রতীকী অনশনকারী'র ব্যাচ পরায়, এক চিকিৎসককে আটক করে থানায় নিয়ে গেল পুলিশ। তপোব্রত রায় নামে কলকাতা পুরসভার ওই চিকিৎসক যখন পুজো কার্নিভালের মেডিক্যাল ক্যাম্পে ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন, সেই সময় তাঁকে আটক করা হয়। ABP Ananda LIVE