Sabang Fire Incident : সবংয়ে দুর্ঘটনার জেরে ডাম্পারে আগুন। দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের পরই একটিতে আগুন। সবংয়ের নীলা বাসস্ট্য়ান্ড এলাকায় ২ ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে অন্য ডাম্পারের ধাক্কা। দুর্ঘটনার পর দাউদাউ করে জ্বলতে থাকে একটি ডাম্পার। আগুন ছড়িয়ে পড়ে দুর্ঘটনাস্থলের কাছে থাকা খড়ের গাদায়। দমকলের চেষ্টায় ডাম্পারের আগুন নিয়ন্ত্রণে।