২৪ ঘণ্টা পার, দল আছে কার দিকে ? অনুপম হাজরার (Anupam Hazra) ইস্যুতে এবার মুখ খুললেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, দলের মুখপাত্র হয়ে এসেছি। তবে দলের একজন গ্রাউন্ড লেভেলের কর্মীও বটে। এই যে কাজটা অনুপম হাজরা করছেন সেটা সমীচিন করছেন না'