বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'কলকাতায় তো শিল্পপতিরা আসা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন। আমার মনে হয় এ বার থেকে আর কোনও খেলোয়াড়রাও আসবেন না। কলকাতায় শিল্প গিয়েছে। ওই মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে, খেলা হবে করবেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাধারণ মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছেন। মেসিকে দেখতে এসেছেন সকলে। কেউ ক্রীড়ামন্ত্রীকে দেখতে আসেনি। চোর, তৃণমূল নেতাদের কেউ দেখতে আসেনি। কোনও ম্যানেজমেন্ট নেই। টাকা দিয়ে দর্শকরা দেখতে এল খেলোয়াড়কে। আর তাঁকে দেখতে পাবে না। ছবি তুলবে তোমার পরিবারের লোকেরা, এটা তো হতে পারে না।'