'পরিবারের ৩ জনকে একসঙ্গে খুন হতে দেখেছি, ভাল রেজাল্ট করে প্রতিষ্ঠিত হয়ে দেখাবোই', মন্তব্য সন্দেশখালির প্রীতমের। রাজনৈতিক কারণে সন্দেশখালিতে খুন হয়েছিলেন এক বিজেপি কর্মী। তাঁর ছেলে প্রীতম মণ্ডল এবার সাফল্য়ের সঙ্গে উত্তীর্ণ হল উচ্চমাধ্য়মিকে। তার স্বপ্ন, UPSC পাস করে, পুলিশ অফিসার হওয়া।