ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali Violence)। ঝুপখালিতে আগুন জ্বালিয়ে, সিমেন্টের ল্যাম্পপোস্ট উপড়ে রাস্তায় ফেলে বিক্ষোভ। বেড়মজুরে ফাল্গুনী পাত্রের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলও। 'গ্রামবাসীদের কণ্ঠস্বর যাতে বাইরে না বের হয়, যাতে তাঁরা কিছু না বলে', সেই জন্যেই এই নির্যাতন, অভিযোগ তুললেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র (Falguni Patra) ।