সন্দেশখালিতে এখনও ক্ষোভের আগুন। আজ বসিরহাটের SP অফিস অভিযানের ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অশান্তি এড়াতে বসিরহাটের সংগ্রামপুরে SP অফিস সংলগ্ন ৫০০ মিটার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করল জেলা প্রশাসন। প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে। এদিন রাজ্য বিজেপির সভাপতি বললেন, ' পুলিশ তার চেষ্টা করুক, সুকান্ত মজুমদার এবং বিজেপি বসিরহাটে পৌঁছবে।'