Supreme Court : সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে জামিন-মামলার শুনানিতে আপাতত স্বস্তি রাজীব কুমারের । রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে CBI-এর আবেদন বাতিল। সুপ্রিম কোর্ট ৮ সপ্তাহ পরে রাজীব কুমারের বিরুদ্ধে CBI-এর আদালত অবমাননার অভিযোগ শুনবে। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও ৮ সপ্তাহ পরে শুনবে সুপ্রিম কোর্ট।