ABP Ananda LIVE : দত্তপুকুরে সরস্বতী পুজোয় উত্তেজনা, স্কুলে পুজো করতে 'বাধা'! পুলিশের বিরুদ্ধে স্কুলে পুজো করতে বাধা দেওয়ার অভিযোগে সরব বিজেপি। স্কুলে পুজো করতে না পেরে স্কুলের সামনে রাস্তায় পুজো হয়, দাবি বিজেপির। 'শিক্ষক-অভিভাবকরা যে বৈঠক করেন প্রথমে পুজো না করার সিদ্ধান্ত নেয়'। সেই কারণে বিদ্যালয় প্রাঙ্গনে পুজো করতে দেওয়া হয়নি দাবি পুলিশের।