যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি আসার পর চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। দর্শকরা তাঁকে এক ঝলক ভাল ভাবে দেখতে না পাওয়ায় প্রচণ্ড রেগে যান। দর্শক আসন থেকে জলের বোতল ছোড়া হয় মাঠে। কীভাবে গ্যালারিতে জলের বোতল পৌঁছল, উঠছে প্রশ্ন। পুলিশের তরফ থেকে বলা হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ব্যবস্থাপনা ঠিক ছিল না। এই অব্যবস্থার জন্য মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।