'কে তদন্ত করবে, কার বিরুদ্ধে তদন্ত করবে? তৃণমূলের ওপর থেকে নীচ পর্যন্ত মেসিকাণ্ডের সঙ্গে যুক্ত। কারা মেসিকে আনতে টাকা দিয়েছিলেন?শুধু একজন উদ্যোক্তাকে সামনে রেখে সমসত দুর্নীতিকে চাপা দিতে পারবে না তৃণমূল', বললেন শমীক।