তৃণমূলে ছবি-বিতর্ক ও আদি-নব 'দ্বন্দ্ব' নিয়ে মুখ খুললেন সৌগত রায় (Souragata Roy)। 'তরুণদের সুযোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ্যদের মর্যাদা দেন তিনি। মমতাকেই তো ঘুরে ঘুরে প্রার্থীদের জেতাতে হয় ।তৃণমূলে বয়সের কোনও সীমা নেই' । এদিন সৌগত রায় বলেন, 'বিমান বাবুর আশির উপরে বয়স, তিনি তো এখন আর সম্পাদক নেই। এখন সেলিম হয়েছে। সেলিমের ষাটের ঘরে বয়েস। সিপিএমের বৃদ্ধতন্ত্রের যুগ প্রমোদ দাশগুপ্তের সঙ্গে শেষ হয়ে গিয়েছে। যে যোগ্য এবং কাজ করতে পারবে, তাকেই করতে হবে। একটা নির্দিষ্ট তত্বের মধ্যে এটা ফেলা যায় না। '