এদিন সৌগত রায় বলেন,' কে হবে কিছু, তৃণমূল কংগ্রেসে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঠিক করেনি। সেটা কেউ যে দরখাস্ত করে আবেদন করে কোনও পদ পায়, এরকম নয়, কুণালও যখন এমপি হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করেছিলেন বলেই হয়েছিলেন। আমিও যে এমপি হয়েছি, আমি বসেছিলাম, আমায় ফোন করে বলা হল, আপনাকে দমদমে দাঁড়াতে হবে। দাঁড়ালাম। এটাই পার্টির সারসত্ত্ব। এর বাইরে কিছু নেই।'