উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দুই জেলা, দার্জিলিং ও কালিম্পঙে। এদিকে দক্ষিণবঙ্গে গতকালের তুলনায় আজ সামান্য নামল তাপমাত্রা। কলকাতায় ফের ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। রবিবার থেকে আরও কমবে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে আরও ২ ডিগ্রি নামতে পারে পারদ। আগামী সপ্তাহ থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলায় বাড়বে কুয়াশার প্রকোপ।