সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের উদ্ধারকাজে NSG-র প্রশংসা করলেন 'রাজ্য পুলিশের (State Police) প্রাক্তন IG পঙ্কজ দত্ত (Pankaj Dutta)। বললেন, 'চারিদিকে লোকজনকে সরিয়ে দেওয়া থেকে শুরু করে রোবট নিয়ে আসা। দক্ষতা নিয়ে NSG কাজটা করেছে।' পাশাপাশি উদ্বেগ রেখে বললেন আমি জানি না যে ওখানে কোনও এক্সপ্লোসিভ প্ল্যান্ট করা আছে কিনা ?'